ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

তিতাসে রাতের অন্ধকারে ব্যবসায়ীর ওপর হামলা

তিতাসে রাতের অন্ধকারে ব্যবসায়ীর ওপর হামলা

কুমিল্লার তিতাসের বাতাকান্দি বাজারের মেসার্স খন্দকার মেডিকেল হলের মালিক মো. মামুন খন্দকারের উপর রাতের অন্ধকারে হামলার অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাত সাড়ে ১০টায় উপজেলার বৈদ্যারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন কবরস্থানের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় মামুনকে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন খন্দকার জানান, আমার বাড়ি রামভদ্রা হলেও নতুন বাড়ি করার কারণে পরিবার নিয়ে বর্তমানে বৈদ্যারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে বসবাস করছি। আমার ছেলে মামুন তার ফার্মেসি থেকে বাড়ি যাওয়ার পথে কে বা কারা পেছন থেকে মাথায় আঘাত করে। তার মাথার পেছনে অংশ ফেটে যায়। সে রক্তাক্ত অবস্থায় বাড়িতে গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে। আহত মামুন খন্দকার বলেন, রাত সাড়ে ১০টায় আমি ফার্মেসি বন্ধ করে বাড়িতে যাচ্ছিলাম। আমার দুই হাতে বাজারের ব্যাগ ছিল। বৈদ্যারকান্দি কবরস্থানের সামনে যাওয়ার পর কে যেন আমার মাথায় সজোরে আঘাত করে। হাত দিয়ে দেখি পেছনে রক্তে আমার শরীর ভিজে যাচ্ছে। ডাক-চিৎকারে কেউ সাড়া না দেয়ায় একপর্যায়ে রক্তাক্ত অবস্থায় নিজেই বাড়িতে যাই। মাথায় ছয়টি সেলাই করা হয়েছে। সম্ভবত কাঠের রোল দিয়ে আঘাত করতে পারে। তিতাস থানার ওসি কাঞ্চন কান্তি দাশ বলেন, বিষয়টি জানার পর রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত কোনো অভিযোগ জমা পড়েনি তবে মৌখিক অভিযোগের ভিত্তিতে আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত