ঢাকা ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

আদিবাসী বৃদ্ধ নিহত

আদিবাসী বৃদ্ধ নিহত

মানসিক ভারসাম্যহীন যুবকের ধারালো ছুরির আঘাতে ঘটনাস্থলে নিহত হন আদিবাসী মুশোহর সম্প্রদায়ের এক বৃদ্ধ। হামলায় আহত হন দুইজন। আর ৬ ঘণ্টা পর হাসপাতালে মারা যান হামলাকারী যুবক। দিনাজপুর কোতোয়ালি থানার ওসি ফরিদ হোসেন জানান, গত শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের জয়দেবপুর আদিবাসী সম্প্রদায়ের মুশোহর পাড়ায় মানসিক ভারসাম্যহীন যুবক বিকাশের ধারালো অস্ত্রের আঘাতে (হাসুয়া) বাড়ির সামনে বসে থাকা বৃদ্ধ গণেশ ঘটনাস্থলেই নিহত হয়। বিকাশ গণেশের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে। গণেশকে বাঁচাতে এলে প্রতিবেশী শরসকে বিকাশ কোপায়। একপর্যায় নিহতের আত্মীয়স্বজন ও এলাকাবাসী ঘাতক বিকাশকে বেদম মারপিট করে বেঁধে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত আদিবাসী বৃদ্ধ গণেশকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে ও আহত শরস ও হামলাকারী বিকাশকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। গণেশ জয়দেবপুর মুশোহর পাড়ার মৃত আতোয়ারীর ছেলে। ঘাতক বিকাশ একই পাড়ার মেহের চাঁন্দের ছেলে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত