বন্যপ্রাণী অভয়ারণ্যে রেঞ্জের প্রশিক্ষণ সভা
প্রকাশ : ১৯ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালীতে বন্যপ্রাণী অভয়ারণ্যে রেঞ্জের উদ্যোগে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সভা গতকাল শনিবার বাঁশখালী ইকোপার্কের হল রুমে জলদি বন্যপ্রাণী অভয়ারণ্যে রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার। প্রধান প্রশিক্ষণ হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুপন নন্দী। এ সময় উপস্থিত ছিলেন শীলকূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কায়েস সরওয়ার সুমন, বাঁশখালী ইকোপার্কে ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসরাইল, সাংবাদিক মুহাম্মদ মুহিবুল্লাহ ছানুবী, কল্যাণ বড়ুয়া মুক্তা, মুহাম্মদ মিজান বিন তাহের ও শিব্বির আহমদ রানাসহ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।