নেত্রকোনায় নো হেলমেট নো ফুয়েল অভিযান
প্রকাশ : ২০ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
নেত্রকোনায় দুর্ঘটনারোধে ‘নো হেলমেট নো ফুয়েল’ অভিযান শুরু করেছে জেলা পুলিশ। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে চালানো হয় প্রচারণা। গতকাল দুপুরে শহরের হোসেনপুর এলাকায় মোনাকো পেট্রল পাম্পে এই অভিযানের উদ্বোধন করেন, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ।
পুলিশ সুপার বলেন, জেলায় যত দুর্ঘটনায় হতাহত হচ্ছে এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনাই বেশি। এ ধরনের দুর্ঘটনারোধে জেলায় থাকা ৩০টি পেট্রল পাম্পে হেলমেট পরিহিত অবস্থায় না থাকলে কোনো মোটরসাইকেলে যেন তেল বিক্রি করা না হয়, তার নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ যদি নির্দেশনা না মানে তাকে আইনের আওতায় আনা হবে। দুর্ঘটনারোধে এ অভিযানে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান বলেন, জেলার ৩০টি পেট্রল পাম্পে ‘নো হেলমেট নো ফুয়েল’ নির্দেশনা পাঠানো হয়েছে। গতকাল দুপুরে পুলিশ সুপারের নেতৃত্বে জেলা পুলিশ শহরের পেট্রল পাম্পগুলোতে ‘হেলমেট নাই তো তেল না’ নির্দেশনা বাস্তবায়নে অভিযান চালানো হয়। এ সময় পাম্পে তেল নিতে আসা চালকদের হেলমেট পড়ে মোটরসাইকেল চালিয়ে নিজের জীবন বাঁচানোর ওপর প্রচারণা চালানো হয়। এ সময় অন্যদের মধ্যে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. হারুন অর রশিদ, শাহ শিবলী সাদিক উপস্থিত ছিলেন।