ফরিদপুর চিনিকলে মাঠ দিবস অনুষ্ঠিত

প্রকাশ : ২১ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলে আধুনিক প্রযুক্তিতে লাভজনকভাবে আখের সাথে সাথী ফসল চাষাবাদ শীর্ষক ‘মাঠ দিবস’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ফরিদপুর চিনিকলে বাংলাদেশ সুগার ক্রপ গবেষনা ইনস্টিডঁউট আর আয়োজনে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা উইং এর যুগ্মসচিব শাহীন আখতার। বিশেষ অতিথি ছিলেন কুষি মন্ত্রণালয়ের পরিকল্পনা উইং এর উপসচিব সুষমা সুলতানা, ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল্লাহ। বক্তব্য রাখেন চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) মুহম্মদ আনিস উজ্জামান, আখচাষী কল্যাণ সংস্থার সাধারন সম্পাদক রেজাউল করিম প্রমুখ। আখের সাথে সাথীফসল হিসেবে ডাল মসলা ও সবজি জাতীয় ফসল উৎপাদন প্রকল্পের অর্থায়নে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।