ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

গাংনীতে এক পোলিং এজেন্টের কারাদণ্ড

গাংনীতে এক পোলিং এজেন্টের কারাদণ্ড

মেহেরপুরের গাংনীতে সাইদুল ইসলাম নামের এক পোলিং এজেন্টকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে গাংনীর চিতলা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে ওই এজেন্টকে কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামিম। দণ্ডিত সাইদুল ইসলাম ওই গ্রামের লস্কর শেখের ছেলে। তিনি মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নাছিমা খাতুনের পোলিং এজেন্ট ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দণ্ডিত সাইদুল ইসলাম ভোটারদেরকে প্রভাবিত করায় তাকে আটক করেন ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ডাঃ মোঃ আলাউদ্দিন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনীর সহকারী কমিশনার ভূমি নাদির হোসেন শামিম আদালত বসিয়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডিতকে কারাগারে প্রেরণ করা হয়েছে। অন্যদিকে একই উপজেলার খাসমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তথ্য গোপন করে ভুয়া আইডি কার্ড ব্যবহার করে আনসার সদস্য’র দায়ীত্ব পালন করায় বায়েজিদ আল নোমান নামের এক ভুয়া আনসার সদস্যকে তিন হাজার টাকা জরিমানা করেছেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত