কারিতাস জার্মানি ও বিএমজেডের আয়োজনে ও কারিতাস খুলনাঞ্চলের উদ্যোগে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সদস্যদের দুর্যোগে ঝুঁকিহ্রাসে সংকেত, উদ্ধারসামগ্রী বিতরণ ও ব্যবহার বিধি বিষয়ক কর্মশালা গতকাল দুপুরে উত্তর বেদকাশি ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের খুলনা ও সাতক্ষীরা জেলার উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় দুর্যোগ ঝুঁকিহ্রাস এবং জলবায়ু পরিপূর্ণ অভিযোজন এলাকায় উদ্ধারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আলহাজ সরদার নুরুল ইসলাম কোম্পানি। প্রধান অতিথির বক্তব্য দেন কারিতাস বাংলাদেশের প্রেসিডেন্ট ধর্মপাল, খুলনা ধর্মপ্রদেশ বিশপ জেমস রমেন বৈরাগী।
শুভেচ্ছা ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মামুনার রশিদ, কারিতাসের খুলনাঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক মি. আলবিনো নাথ, কারিতাসের ডিআরআর সিডিএ প্রকল্পের উপজেলা মাঠ কর্মকর্তা মো. মিজানুর রহমান। আরো বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী পবিত্র কুমার মণ্ডল, সিনিয়র নার্স মিতালী মল্লিক প্রমুখ।