কুষ্টিয়ার মিরপুর থানায় দায়ের করা হত্যা মামলায় একজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। সেইসাথে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। গতকাল দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন কুষ্টিয়ার সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন। সাজাপ্রাপ্ত আসামির নাম শামছুল সরদার। সে কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদা গোবিন্দপুর গ্রামের ফরমান সরদার ওরফে ফরু সরদারের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালে ২২ জানুয়ারি নওদা গোবিন্দপুর গ্রামের জাহাবুলকে শামছুল সরদার ইবি থানার কাঞ্চনপুর গ্রামে জসিমের ইটভাটায় মাটি টানার উদ্দেশ্যে ডেকে নিয়ে যায়। জাহাবুল কাজ শেষে বাড়ি ফিরে আসবে বলে জানিয়ে যায়। কিন্তু সে আর বাড়ি ফিরে না আসায় কাঞ্চনপুর গ্রামের জসিম উদ্দিনের ইটভাটায় এবং আসামি শামছুলের বাড়িসহ অনেক খোঁজাখুঁজি করা হয়। জাহাবুলের মোবাইলে ফোন দিয়ে মোবাইলটি বন্ধ পাওয়া যায়। জাহাবুলের ভাই ভাইয়ের নিখোঁজ সংক্রান্তের বিষয়ে মিরপুর থানার একটি জিডি করেন। ২৯ জানুয়ারি পুলিশের মাধ্যমে জানতে পারেন উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের তালবাড়ীয়া পুরাতন বালুর ঘাটে ফরহাদ হোসেনের মালিকানাধীন বালুর স্তূপের উপরে একটি অজ্ঞাতনামা লাশ অর্ধ বালুচাপা অবস্থায় পড়ে আছে। সংবাদ পেয়ে আত্মীয়স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে লাশের পরিহিত পোশাক দেখে জাহাবুল ইসলামের মর্মে শনাক্ত করেন। মিরপুর থানা পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এ ব্যাপারে মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এ মামলায় আসামি নিজে জড়িত মর্মে স্বীকারোক্তি দেন।