ঢাকা ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

পুড়ে গেছে বিপুল টাকার ওষুধ

সিরাজগঞ্জে স্বাস্থ্যকেন্দ্রের স্টোর রুমে অগ্নিসংযোগ

আটক এক
সিরাজগঞ্জে স্বাস্থ্যকেন্দ্রের স্টোর রুমে অগ্নিসংযোগ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের স্টোর রুমে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া দূর্বৃত্তরা ওই কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসারকে মারধর করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং একজনকে আটক করেছে পুলিশ। কাজিপুর থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মনিরুজ্জামান গত সোমবার রাতে স্টোর রুমে যান। গত মঙ্গলবার ভোর রাতে দুর্বৃত্তরা তাকে ডেকে তোলে এবং কিছু বুঝে ওঠার আগেই মারধর শুরু করে। এক পর্যায়ে তারা স্টোর রুমে আগুন ধরিয়ে দিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে আসে এবং ফায়ার সার্ভিস সদস্য ও পুলিশ সদস্যরা আগুন নেভাতে সক্ষম হয়। এ ঘটনায় আহত মনিরুজ্জামানকে পুলিশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। আগুনে স্টোর রুমের বিপুল টাকার ওষুধ ও অন্যান্য চিকিৎসা সামগ্রী পুড়ে যায়। এ ঘটনায় মনিরুজ্জামানের আপনজনরা জড়িত রয়েছে এবং জমিজমা নিয়ে তাদের সঙ্গে দীর্ঘদিন ধর বিরোধ চলছে। এছাড়া একাধিক মামলাও চলমান রয়েছে। এ ব্যাপারে গতকাল সকালে ওই উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত