কাউখালীতে চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

প্রকাশ : ২৩ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম আব্দুস শহীদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। তিনি উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীকে ২০১৪ ভোটপ্রাপ্ত হন। যা উপস্থিত প্রাপ্ত ভোটের ১৫ শতাংশের নিচে। এ উপজেলায় ৪২.১৬ শতাংশ প্রাপ্ত ভোটার ভোট প্রদান করেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপস্থিত ভোটারদের মধ্যে যেসব প্রার্থী ১৫ শতাংশ ভোটের কম পাবে তারা সবাই জামানত হারাবেন। অপরদিকে উপজেলা নির্বাচনের উপজেলা চেয়ারম্যান পদে মো. ফরিদুল ইসলাম খান প্রতিদ্বন্দ্বিতা করে দোয়াত কলম মার্কায় ১৩১৪ ভোটপ্রাপ্ত হন। তারও প্রাপ্ত ভোটের ১৫ শতাংশের নিচে রয়েছে। এদিকে ভাইস চেয়ারম্যান টিউবয়েল মার্কার প্রার্থী পার্থ প্রতীম সমদ্দার ২১৫৯ ভোট ও বই প্রতীক নিয়ে মো. মাসুম বিল্লাহ্ ১৭২৪ ভোট পেয়েছে। এই দুজনও উপস্থিত প্রাপ্ত ভোটের ১৫ শতাংশের কম পেয়ে জামানত হারিয়েছেন।