ঢাকা ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

স্মার্ট বাংলাদেশে দলকেও স্মার্ট করতে হবে

পাটমন্ত্রী
স্মার্ট বাংলাদেশে দলকেও স্মার্ট করতে হবে

পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, জনগণের ভাগ্যের উন্নয়ন করতে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার কর্মসূচি দিয়েছেন। আসুন আমরা দেশের পাশাপাশি দলকে স্মার্ট দলে পরিণত করি। আগামী প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ রেখে যেতে পলিথিনকে বর্জন করে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াই। গতকাল দুপুরে স্থানীয় সার্কিট হাউস মিলনায়তনে দিনাজপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত এক দলীয় মতবিনিময় সভায় আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন ১৯বার মৃত্যুর মুখোমুখি হয়েও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের ভাগ্যের উন্নয়নের দায়িত্ব থেকে পিছু হাঁটেননি। সাহসিকতার সঙ্গে অর্পিত গুরু দায়িত্ব পালন করছেন। বস্ত্র ও পাট শিল্পের সার্বিক উন্নয়ন সাধনে তিনি বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়িত করছেন। মন্ত্রী বলেন, আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও স্বাস্থসম্মত পরিবেশ গড়ে তুলতে আমাদের পলিথিন বর্জন করে পাটজাত পণ্যের ব্যবহার বহুগুণ বাড়াতে হবে। আমরা সোনালি ব্যাগ উৎপাদন ও বাজারজাত করেছি। তিনি বলেন, সোনালি ব্যাগের দাম কমানোর জন্য সরকার চিন্তাভাবনা করছে। নানক বলেন, আওয়ামী লীগকে স্মার্ট দল হিসেবে গড়ে তোলতে হলে নেতা কর্মীদেরও স্মার্ট হতে হবে। বিজ্ঞান প্রযুক্তির ব্যবহার ও প্রসার ঘটাতে পারলে আমরা উন্নতির মহাশড়কে এগিয়ে যাব। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন হুইপ ইকবালুর রহিম এমপি, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, জাকারিয়া জাকা এমপি, জেলা আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট আব্দুল লতিফ, বজলুল হক, মোহাম্মদ আলাউদ্দিন, কামরুল হুদা হেলাল, মনোরঞ্জন শীল গোপাল এবং ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল প্রমুখ। পরে মন্ত্রী জেলা প্রশাসক কার্যালয়ে আয়েজিত এক সভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত