সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সিমলা গ্রামের একটি মিলঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডে মিলঘরসহ মেশিন, সরিষা ও চাল পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বুধবার মধ্যরাতে ওই গ্রামের কানাই লাল সাহার মেসার্স প্রতীক চালকল মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডে ওই মিলের মেশিনপত্রসহ ৫৯২ বস্তা সরিষা ও ২১৭ বস্তা চাল পুড়ে উল্লেখিত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান খান, চালকল মালিক সমিতির সদস্য, স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।