ফুলবাড়ীতে উন্মুক্ত বাজেট সভা
প্রকাশ : ২৪ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল সকাল ১১ ঘটিকায় ইউনিয়ন পরিষদ হলরুমে এক্টিভিস্তা কুড়িগ্রাম ও ইউএসএস এর সহযোগিতায় উন্মুক্ত বাজেট সভার আয়োজন করা হয়। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট সভায় বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন ইউপি সচিব আবুল কাশেম। উল্লেখ্য যে, ২০২৪-২৫ অর্থ বছরে ইউনিয়ন পরিষদের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নিজস্ব ১৬ কোটি ৯ লাখ ৮০০ টাকা অনুদান ২৩ কোটি ৭৫ লাখ ৫ হাজার ৭০১ টাকা মোট ৩৯ লাখ ৮২ হাজার ৩৭০ টাকা রাজাস্ব ব্যায় ৩৯ লাখ ৯৩ হাজার ৯৩০ টাকা উন্নয়ন লক্ষ্যমাত্রা ২ কোটি ৫৫ লাখ ৬১ হাজার ৪৮০ টাকা অনুদান চাঁদা ২ কোটি ৭৮ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা মোট ৫ কোটি ৩৪ লাখ ২৪ হাজার ২২০ টাকা ও উন্নয়ন ব্যয় ৫ কোটি ৩৪ লাখ ১২ হাজার ৫০০ টাকা এবং হাতে ৯৮ হাজার ৭৪৩ টাকা বাজেট ঘোষণা করা হয়।