ঢাকা ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

তৃতীয় ধাপে দিনাজপুরের তিন উপজেলায় প্রার্থী ৩১ জন

উপজেলা নির্বাচন
তৃতীয় ধাপে দিনাজপুরের তিন উপজেলায় প্রার্থী ৩১ জন

আসন্ন তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে দিনাজপুরের তিনটি উপজেলার ৩১ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাঠ চোষে বেড়াচ্ছেন। নিজেদের সমর্থকদের নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি যাওয়ার পাশাপাশি হাটে-বাজারে, রাস্তা ঘাটেও চলছে নির্বাচনি প্রচারণা। চেয়ারম্যান পদে ১২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থীর ভাগ্য নির্ধারন হবে আগামী ২৯ মে। দিনাজপুরের সিনিয়র জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে দিনাজপুর জেলার তিনটি উপজেলা দিনাজপুর সদর, খানসামা ও চিরিরবন্দরের ভোটগ্রহণ করা হবে। ৩১ জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে ১২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী। ভোটারদের মন জয় করে সমর্থন আদায়ে প্রার্থীরা দিন-রাত বাড়িতে বাড়িতে গিয়ে ভোট প্রার্থনা করছেন। হাটে-বাজারে রাস্তা ঘাটে যেখানেই ভোটারের উপস্থিতি লক্ষ্য করছেন সেখানেই ভোট চাইছেন। পোস্টার, ব্যানার, ফেস্টুন আর হ্যান্ডবিলের ছড়াছড়ি। দুপুর ২টা থেকে রাত ৮ পর্যন্ত চলছে মাইকযোগে নির্বাচনি প্রচারাভিযান। কোনো কোনো প্রার্থী জারি গানের মাধ্যমে ভোটারদের আকৃষ্ট করার জন্য চেষ্টা চালাচ্ছেন। তবে নির্বাচনের মাঠ তেমনভাবে সরগরম হচ্ছে না। কেন জানি ভোটারদের মাঝে উৎসাহ-উদ্দীপনা আর আগ্রহ তুলনামূলক কম। ৩টি উপজেলায় সবকটি পদে আওয়ামী লীগ আওয়ামী লীগের প্রতিপক্ষ। শুধু চেয়ারম্যান পদে ১টি উপজেলায় লড়ছেন বহিষ্কৃত বিএনপি নেতা। ভোটারদের ২৯ মে ভোট কেন্দ্রে আনার ব্যাপারে পাড়ায় মহল্লায় প্রার্থীদের সমর্থকরা জোর চেষ্টা চালাচ্ছেন। দিনাজপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন ৩ জন।

এরা হলেন- বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার (মোটরসাইকেল), বর্তমান ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম সোহাগ (আনারস) আর সদর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক জেলা পরিষদের সাবেক সদস্য ফয়সাল হাবীব সুমন (ঘোড়া)। ভাইস চেয়ারম্যান পদে ছাত্রলীগ নেতা আহসানুজ্জামান চঞ্চল (চশমা) ও মহিলা আওয়ামী লীগ নেত্রী রিনা কুমারী রায় পারুল (তালা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেত্রী হাসমিন লুনা (প্রজাপ্রতি) ও আওয়ামী লীগ নেত্রী কুলসুম বানু (কলস) প্রার্থী হয়েছেন। চিরিরবন্দর উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী ৫ জন হলেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শিক্ষক সমিতির নেতা মো. আহসানুল হক মুকুল (হেলিকপ্টার), উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সুনীল কুমার সাহা (দোয়াত কলম), বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জোতিষ চন্দ্র রায় (মোটরসাইকেল), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ফিজার (ঘোড়া) এবং বিএনপি’র বহিষ্কৃত নেতা সাবেক ইউপি চেয়ারম্যান মোকারম হোসেন (আনারস)। ৩ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী হলেন- সুমন দাস (বৈদ্যুতিক বাল্ব), আব্দুল্লাহ আল মামুন (মাইক) ও মো. জামাল উদ্দিন মহুরি (তালা)। মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ৪ জন হলেন- লায়লা বানু (প্রজাপতি), তরু বালা রায় (কলস), ওয়াজিদা খাতুন বেবি (ফুটবল) ও পূর্ণিমা মহন্ত ছবি (পদ্মফুল)। খানসামা উপজেলায় আওয়ামী লীগের উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক ২ জনই ভোট যুদ্ধে মাঠ কাপাচ্ছেন। ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ৪ জন হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান এ টি এম সুজাউদ্দিন শাহ লুহিন (উড়োজাহাজ), ধীমান চন্দ্র দাস (তালা), হাজ্জাজ আল হাদী (বৈদ্যুতিক বাল্ব) ও রেজাউল করিম (টিয়া পাখি)। মহিলা ভাইস চেয়ারম্যান পদেও ৪ জন প্রার্থী হলেন- পলি রায় (ফুটবল), গুলসান জান্নাত (বৈদ্যুতিক পাখা), মঞ্জিল আফরোজ পারভীন (কলস) ও শারমিন রহমান (প্রজাপতি)।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত