কুমিল্লায় হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

প্রকাশ : ২৪ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

কুমিল্লার চৌদ্দগ্রামে হিটস্ট্রোকে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বিকালে এ তথ্য নিশ্চিত করেন চৌদ্দগ্রাম পৌরসভার প্যানেল মেয়র সাইফুল ইসলাম পাটোয়ারী। মৃত কৃষকের নাম আহসান উল্যাহ। তিনি পৌর এলাকার পাঁচরা বেপারি বাড়ির আইছা বেপারির বড় ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, আহসান উল্যাহ গতকাল সকাল থেকে পাঁচরা এলাকায় শ্বশুর ফটিক মিয়ার কৃষিজমিতে কাজ করছিলেন। হঠাৎ দুপুর দেড়টায় তিনি মাটিতে লুটে পড়েন। তাৎক্ষণিক শ্বশুর ফটিক মিয়াসহ স্থানীয় লোকজন তাকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত আহসান উল্যাহর শ্বশুর ফটিক মিয়া বলেন, আহত আহসান উল্যাহকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় হসপিটালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোয়াজ্জেম হোসেন বলেন, তীব্র গরমে আহত আহসান উল্যাহ নামের এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। তিনি গরমের মধ্যে স্ট্রোক করেছেন। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় প্রেরণ করা হলে পথিমধ্যে তার মৃত্যু হয়।