বিএসএফের গুলিতে ভারতীয় যুবক নিহত.

প্রকাশ : ২৪ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বাংলাদেশি চোরাকারবারি ভেবে এবার ভারতীয় যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে তার পরিচয় জানা যায়নি। বিজিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গতকাল ভোরে উপজেলার কালিরহাট বিওপির সীমান্ত পিলার ৮৫৭/৫ এস ভারতের অভ্যন্তরে উত্তর টেপুরগাড়ী নামক স্থানের বিপরীতে ১৬৯ বিএসএফ ব্যাটালিয়ন মিরাপ্পা ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, কালিরহাট সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়ার ওপর দিয়ে বাঁশের তৈরি আড়কি লাগিয়ে বিশেষ কায়দায় ভারত থেকে গরু পাচার করে দিচ্ছিল ভারতীয় চোরাকারবারিরা। এ সময় ভারতের মিরাপ্পা ক্যাম্পে বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা ‘বাংলাদেশি গরু চোরাকারবারি’ ভেবে গুলি ছুঁড়লে অজ্ঞাত ভারতীয় যুবক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়ন-২ এর কালীরহাট বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল কুদ্দুস জানান, ভারতীয় এক যুবকের মরদেহ সীমান্তে পড়ে রয়েছে। বিষয়টি বিএসএফকে অবগত করা হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। এ ঘটনায় সীমান্তে পতাকা বৈঠকের সিদ্ধান্ত নেয়া হয়েছে।