রাঙামাটিতে জেলা পুলিশের সপ্তাহব্যাপী দক্ষতা উন্নয়ন কোর্সের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে জেলার নিউ পুলিশ লাইন্স কনফারেন্স রুমে বাংলাদেশ পুলিশের সকল সদস্যের পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার মীর আবু তৌহিদ। পুলিশ সুপার মীর আবু তৌহিদ অংশগ্রহণকারীদের বুদ্ধি এবং টেকনোলজিভিত্তিক পুলিশিং এর উপর গুরুত্বারোপ করে তল্লাশি ও গ্রেপ্তারের আইনগতভিত্তি, ডিসিপ্লিন, প্রশাসনিক বিষয়ে শৃঙ্খলাসহ সার্বিক বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং দক্ষতা উন্নয়ন কোর্সটি পুলিশ সদস্যদের পুলিশিং কার্যক্রমে কর্মদক্ষতা বৃদ্ধি ও আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মর্মে প্রত্যয় ব্যক্ত করেন। কর্মসূচির অংশ হিসেবে জেলা পুলিশের ১৭তম ব্যাচের ১ সপ্তাহ মেয়াদি দক্ষতা উন্নয়ন কোর্সের ১ম দিন তিনি আইনের উপর একটি ক্লাস নেন।