ঢাকা ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বীরগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধন

বীরগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধন

‘শিশুবান্ধব শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল সকালে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা শিক্ষা অফিসের সার্বিক সহযোগিতায় উপজেলা শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ উদ্বোধনী ঘোষণা করেন ও তার সভাপতিত্বে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৪ এর বক্তব্য রাখেন, উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর মোছা. মোস্তফা খানম, সহকারী শিক্ষা অফিসার মোছা. খায়রুন নাহার, মো. মনিরুজ্জামান, মো. মাজেদুর রহমান, দিলীপ কুমার রায়, পাল্টাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহসান হাবিব লাবু গোলাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীদাম চন্দ্র দাস, সাত খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্লা আল-হেল বারী, বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিপ্রা রানী সরকার, চকমোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবুল কাশেম, বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সিদ্দিক হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষক ও শিক্ষার্থীরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত