ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত এক

ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত এক

নেত্রকোনায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আব্দুল কাইয়ুম নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গত শনিবার সন্ধ্যা রাতে জেলার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে হাবিবুল্লাহ, মাসুদ রানা, মামুন মিয়া, কামরুল হাসান, মিনারুল ইসলাম, হিরন মিয়া, ইব্রাহিম মিয়া ও আজিজুর রহমানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বিষ্ণুপুর গ্রামের আব্দুল লতিফ ও মাহাবুর রহমান ঝান্টুর লোকজনের মাঝে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। গত শনিবার বিকালে বাড়ির পাশের পতিত জমিতে ফুটবল খেলতে যায় মাহাবুর রহমান ঝান্টুর পক্ষের ছেলে শিশুরা। খেলার সময় বল আব্দুল লতিফের পক্ষের একজনের জমিতে চলে যায়। এই নিয়ে উভয়পক্ষের বয়স্করা প্রথমে কথা কাটাকাটি ও পরে স্থানীয় অস্ত্র হাতে সংঘর্ষে জড়ান। সংঘর্ষে আব্দুল কাইয়ুমসহ উভয়পক্ষের অন্তত ২৫ ব্যক্তি আহত হন।

তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান স্থানীয়রা। সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আব্দুল কাইয়ুম মারা যান। তিনি মাহাবুর রহমান ঝান্টুর পক্ষের লোক বলে জানা যায়। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সাজেদুর রহমান সাজু জানান, আধিপত্য বিস্তার নিয়ে বিষ্ণুপুর গ্রামের আবদুল লতিফ ও মাহাবুর রহমান ঝান্টু এই দুইপক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টির স্থানীয়ভাবে শালিসে বেশ কয়েকবার মীমাংসা করা হয়। শনিবারের হতাহতের ঘটনা ওই দুইপক্ষের বিরোধের জের। এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ এনামুল হক জানান, মরদেহের ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত