ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত
প্রকাশ : ২৭ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
সুনামগঞ্জের সদরে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন নারী ও শিশুসহ দুজন। গত শনিবার বিকাল ৫টার দিকে সদর উপজেলার লালপুর এলাকার স্বাধীনবাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক অটোরিকশার যাত্রী ছিলেন। তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। স্থানীয়রা জানান, বিশ্বম্ভরপুর উপজেলা থেকে সুনামগঞ্জমুখী একটি অটোরিকশা স্বাধীনবাজার পার হওয়ার সময় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান অটোরিকশায় থাকা এক যুবক। আহত আরেক নারী ও এক শিশুকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তারা আরও জানান, দুর্ঘটনাস্থলের পাশে একটি সীমানা দেওয়াল নির্মাণ হচ্ছে। এ কাজের বালু রাখা হয় সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে। সড়কে রাখা বালুকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে ট্রাকটি। এ সময় অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষ হয়। বালুর জন্যই এ দুর্ঘটনা ঘটেছে। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সড়ক থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। নিহতের মোবাইল ফোনে কারও নম্বর না থাকায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা যায়নি।