মাদকের অভায়ারণ্য ডিমলা
প্রকাশ : ২৮ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী)
উত্তরের সীমান্তবর্তী উপজেলা নীলফামারীর ডিমলায় গড়ে উঠেছে ভয়াবহ মাদকের অভয়ারাণ্য। হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে বিভিন্ন জাত প্রজাতের মাদক। এতে দিনদিন ধ্বংসের পথে যাচ্ছে শিশু কিশোরেরা। চুরি ছিনতাই, ধর্ষণ, হত্যাসহ বিভিন্ন অপকর্ম বেড়েই চলছে এই উপজেলায়। প্রতিদিন সকাল হতে শুরু করে গভীর রাত পর্যন্ত ডিমলা উপজেলা সদরের বিশেষ করে থানার আশপাশ এলাকার শীবমন্দির পাড়া, পোষ্ট অফিস মোড়, টিএন্ডটি রোড, মেডিকেল মোড়সহ উপজেলার বিভিন্ন এলাকায় এমন কি গ্রাম অঞ্চলেও প্রকাশ্যে মাদক কারবারিরা হিরোইন, ইয়াবা, ফেন্সিডিল, গাজাসহ বিভিন্ন নেশাজাত দ্রব্যের রমরমা মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন নির্বিঘ্নে। হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে সহজলভ্য মাদক। এর ফলে ১২ থেকে ১৬ বছর বয়সি শিশু-কিশোররা মাদকে আসক্ত হয়ে পড়ছে। বাড়িতে অভিভাবকদের সঙ্গে মাদকের টাকা না পেয়ে দুর্ব্যবহার করছে ও মাদকের টাকা জোগাতে সমাজবিরোধী বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে খুব সহজেই। আইনশৃঙ্খলা বাহিনী থানা পুলিশ কতৃক ভয়াবহ নিষিদ্ধ মাদক নিয়ন্ত্রণ ও দমনে তেমন কোনো ভূমিকা না থাকায় ভুক্তভোগী অভিভাবকরা তাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে চরম হতাশায় ভুগছেন। ডিমলা উপজেলা বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে কথা বললে তারা জানান, মাদকের করাল গ্রাসে যুবসমাজ ও শিশুকিশোর ধ্বংসের দারপ্রান্তে এবং অবৈধ এই মাদকের ছড়াছড়ি উপজেলাজুড়ে হলেও ডিমলা সদরেই বেশি এমনকি ডিমলায় পরপর দুটি ধর্ষণের ঘটনা, চুরি ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সঙ্গে এই মাদক সেবিরাই জড়িত। ডিমলা থানা সংলগ্ন শীবমন্দির পাড়ার বাসিন্দা (সরকারি চাকরিজীবী) নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা এই গ্রামে বসবাস করি। বেশ কিছুদিন ধরে দেখছি প্রতিদিন এখানে মাদক বেচাকেনা হয়। ডিমলা থানার (ওসি) দেবাশীষ রায়ের সঙ্গে কথা বললে তিনি বলেন, থানা পুলিশের ৩টি মোটরসাইকেল প্রতিনিয়তই মাদককারবারিদের ধরার জন্য অভিযান চালানো হয়। এরইমধ্যে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে নিয়মিত মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।