ভিটামিন ক্যাপসুল খাবে রাঙামাটির ৮৫ হাজার শিশু
প্রকাশ : ২৮ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
আগামী পহেলা জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে রাঙামাটির দশ উপজেলায় ৮৫ হাজার ৮৬০ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে স্বাস্থ্য বিভাগের। এর মধ্যে ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশুর ৭৫ হাজার ৩২৩ এবং ৫ থেকে ১১ মাস বয়সি ১০ হাজার ৫৩৭ শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে। গতকাল বিকালে রাঙামাটি জেলা সিভিল সার্জন (সিএস) কার্যালয়ের সম্মেলনে এ ওরিয়েন্টেশন সভায় এ তথ্য জানিয়েছেন জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. অমিত দে। সভায় স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, চলতি বছর দশ উপজেলার মধ্যে লংগদু উপজেলায় ১৫ হাজার ৫০০, বাঘাইছড়িতে ১৪ হাজার ১২০, বরকলে ৭ হাজার ৮২৯, বিলাইছড়িতে ৪ হাজার ৫০০, জুরাছড়িতে ৩ হাজার ৯৬, কাপ্তাইয়ে ৭ হাজার ৫৮৬, কাউখালীতে ৮ হাজার ১০০, নানিয়ারচরে ৫ হাজার ২৩৭, রাজস্থলীতে ৪ হাজার ৮৩০, রাঙামাটি সদর উপজেলায় ৪ হাজার ২৪০ এবং রাঙামাটি পৌরসভা এলাকাতেই ১০ হাজার ৮২২ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সি শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশুদের লাল রঙের ক্যাপসুল দেওয়া হবে। ক্যাম্পেইন চলাকালীন সময়ে জেলাজুড়ে ১১টি স্থায়ীকেন্দ্র ও ১ হাজার ১৯৬ অতিরিক্ত কেন্দ্রসহ মোট ১ হাজার ২০৭টি কেন্দ্র থাকবে।