ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সাজেকে আটকা অর্ধশতাধিক পর্যটক

সাজেকে আটকা অর্ধশতাধিক পর্যটক

রাঙামাটির সাজেকে অর্ধশতাধিক পর্যটক আটকা পড়ার খবর পাওয়া গেছে। গতকাল সকাল থেকে টানাবর্ষণে দীঘিনালা-সাজেক সড়ক পানিতে তলিয়ে গেলে পর্যটকরা আটকা পড়ে। স্থানীয়রা জানায়, দীঘিনালা-সাজেক সড়কের কবাখালি এলাকা পাহাড়ি ঢলে তলিয়ে গেলে যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে করে সাজেক থেকে কোনো গাড়ি খাগড়াছড়ি শহরে আসতে না পারায় পর্যটকরা আটকে যায়। সাজেক সড়কে চলা জিপের লাইনম্যান ইয়াছিন আরাফাত বলেন, সকাল থেকে কোনো গাড়ি যেতে পারেনি। অন্যদিকে গত সোমবার যেসব গাড়ি গেছে, সেগুলো ফেরত আসতে পারেনি। তিনি আরো বলেন, আমাদের ৩-৪টি গাড়ি সাজেকে আটকা পড়েছে। আনুমানিক ৫০-৬০ জন পর্যটক রয়েছে সেখানে। সাজেক জুমঘর ইকো রিসোর্টের ব্যবস্থাপক ইয়ারং ত্রিপুরা কনক বলেন, পাহাড়ি ঢলের কারণে বাঘাইহাটে রাস্তায় পানি উঠাতে সকালে স্কট ছেড়ে যায়নি। এ মুহূর্তে খুব বেশি পর্যটক সাজেকে অবস্থান করছেন না। সব রিসোর্ট-কটেজ মিলিয়ে ৫০-৬০ জন পর্যটক আছেন। তারা রুমে অবস্থান করছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত