খনি শ্রমিকদের সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

প্রকাশ : ৩০ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

কঠিন শিলা খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চশিখায় অধ্যয়নরত ৫২ জন শিক্ষার্থীকে মাসিক উপবৃত্তির টাকা প্রদান করা হয়েছে।

গত মঙ্গলবার বিকেলে পার্বতীপুর উপজেলায় অবস্থিত মধ্যপাড়া কঠিন শিলা খনির ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসার্টিয়াম জিটিসি খনিতে কর্মরত শ্রমিকদের ৫২ জন সন্তানকে শিক্ষা উপবৃত্তির টাকা তুলে দেন জিটিসির উপ-মহাব্যবস্থাপক জাহিদ হোসেন। শিক্ষা উপবৃত্তি গ্রহণকৃত উচ্চশিক্ষায় অধ্যায়নরত। জিটিসি চেরিটি হোমের সামাজিক কাজের অংশ হিসেবে উচ্চ শিক্ষার পাশাপাশি খনি এলাকার সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসসেবা প্রদান করা হয়। সপ্তাহের পাঁচদিন একজন এমবিবিএস ডাক্তার রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। প্রতিদিন প্রায় ৫০ এর অধিক রোগী বিনামূল্যে চিকিৎসা সুবিধা গ্রহণ করেন।