রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন ত্রাণ প্রতিমন্ত্রী

প্রকাশ : ৩০ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কয়রা (খুলনা) প্রতিনিধি

গত ২৬ মে সামুদ্রিক ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত কয়রা সদর এলাকা পরিদর্শন করেন দুর্যোগ্য ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো: মহিবুর রহমান।

এ উপলক্ষ্যে গতকাল দুপুরে তিনি হেলিকপ্টারযোগে কয়রার কপোতাক্ষ কলেজ মাঠে অবতরণ করেন।

এরপর প্রতিমন্ত্রী মহিবুর রহমান রেমালে ক্ষতিগ্রস্ত কয়রা সদর ইউনিয়ন পরিদর্শন শেষে কপোতাক্ষ কলেজ মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত ত্রান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় আরো বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মো: রশীদুজ্জামান, ভোলা ৪ আসনের এমপি আব্দুল্লাহ আল জ্যাকব, ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো: কামরুল হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মিজানুর রহমান, খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন, পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার বিএম তারিক উজ-জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মামুনার রশিদ। প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো: মহিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে রেমালে ক্ষতিগ্রস্ত উপকূলের মানুষের সব ধরনের সহায়তা দেয়া হবে। ক্ষতিগ্রস্ত বাঁধ নির্মাণ করাসহ উপকূলের রাস্তাঘাট সংস্কার জরুরিভিত্তিতে করা হবে। পরে রিমালে ক্ষতিগ্রস্ত লোকজনের হাতে প্রতিমন্ত্রী ত্রাণসামগ্রী তুলে দেন।