ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ইউপি চেয়ারম্যানসহ পাঁচজনের কারাদণ্ড

ইউপি চেয়ারম্যানসহ পাঁচজনের কারাদণ্ড

হামলা ও মারধরের মামলায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান পাঠান বাবুলসহ পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। গত মঙ্গলবার নেত্রকোনার জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক রিমি সাহা এই রায় দেন। রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি মো. আজিজুর রহমান সাংবাদিকদের জানান, ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান পাঠান বাবুলকে ১৫ মাসের কারাদণ্ড, তার ছেলে হৃদয় পাঠানকে দেড় বছর, ভাতিজা সাইদুল পাঠানকে দেড় বছর, জিল্লুর পাঠানকে ১৫ মাস ও চাচাতো ভাই মাসুম পাঠানকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান পাঠান বাবুলসহ চারজন আদালতে উপস্থিত ছিলেন। আসামি মাসুম পাঠান পলাতক রয়েছেন। মামলার বিবরণ থেকে জানা যায়, রংছাতি ইউনিয়ন পরিষদ সংলগ্ন ৫১৬ ও ৫১৭ দাগের ৪৬ শতক জায়গা নিয়ে ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান পাঠান বাবুলের সঙ্গে রংছাতি গ্রামের বাসিন্দা খুশিকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুস আলীর বিরোধ চলছিল। ইউনুস আলী ওই জায়গায় দুটি ঘর তৈরি করে বসবাস করছিলেন। ২০২২ সালের ৫ অক্টোবর আনিছুর রহমান পাঠান বাবুল লোকজন নিয়ে ইউনুস আলীর বাড়িতে হামলা চালিয়ে ঘর ভাঙচুর, লুটপাটসহ মারধর করেন। এতে ইউনুস আলী, তার চাচাতো ভাই মামুনুর রশিদ ও আতাউর রহমান আহত হন। পরে ওই দিনই ইউনুস আলীর স্ত্রী আসমা আক্তার বাদী হয়ে আনিছুর রহমান পাঠান বাবুলসহ ছয়জনকে আসামি করে মামলা করেন। মামলার এক আসামি সম্প্রতি মারা গেছেন। গত মঙ্গলবার আদালত ইউপি চেয়ারম্যানসহ পাঁচ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত