কালীগঞ্জে দুই টাকায় খাবার বিক্রি
প্রকাশ : ৩১ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
দুই টাকা দিয়ে এখন আর তেমন কিছু পাওয়া যায় না। অনেক সময় ভিখারিকে দিলেও নিতে চাই না। সেই সামান্য দুই টাকার বিনিময়ে অসহায় পথশিশু ও শ্রমজীবী মানুষের হাতে খাবার তুলে দিয়েছে ঝিনাইদহের প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। ‘তৃপ্তির হাসি ফুটুক মলিন মুখে’ স্লোগান নিয়ে গতকাল দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ বাসস্টান্ড জামে মসজিদের গেটে এ খাবার বিতরণ করা হয়। প্রতি মাসের নিয়মিত আয়োজনের ৫ম পর্বে গতকাল কালীগঞ্জে ২০০ শ্রমজীবী পথিকের মধ্যে এ খাবার তুলে দেওয়া হয়। দুই টাকায় দুপুরের খাবার সাদা ভাত ও মুরগীর গোস্ত পেয়ে শ্রমজীবীরা জানান, এটা তাদের কাছে স্বপ্নের মতো। দুই টাকায় কেউ খাবার দেয় এটা জানা ছিল না। খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন- প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সাজিদ মাহমুদ, সাধারণ সম্পাদক এইচ এম জহুরুল ইসলাম, দুই টাকায় হাসি পরিচালনা কমিটির সহ-সমন্বয়ক মো: মারুফ হোসেন।