ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

কালীগঞ্জে দুই টাকায় খাবার বিক্রি

কালীগঞ্জে দুই টাকায় খাবার বিক্রি

দুই টাকা দিয়ে এখন আর তেমন কিছু পাওয়া যায় না। অনেক সময় ভিখারিকে দিলেও নিতে চাই না। সেই সামান্য দুই টাকার বিনিময়ে অসহায় পথশিশু ও শ্রমজীবী মানুষের হাতে খাবার তুলে দিয়েছে ঝিনাইদহের প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। ‘তৃপ্তির হাসি ফুটুক মলিন মুখে’ স্লোগান নিয়ে গতকাল দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ বাসস্টান্ড জামে মসজিদের গেটে এ খাবার বিতরণ করা হয়। প্রতি মাসের নিয়মিত আয়োজনের ৫ম পর্বে গতকাল কালীগঞ্জে ২০০ শ্রমজীবী পথিকের মধ্যে এ খাবার তুলে দেওয়া হয়। দুই টাকায় দুপুরের খাবার সাদা ভাত ও মুরগীর গোস্ত পেয়ে শ্রমজীবীরা জানান, এটা তাদের কাছে স্বপ্নের মতো। দুই টাকায় কেউ খাবার দেয় এটা জানা ছিল না। খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন- প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সাজিদ মাহমুদ, সাধারণ সম্পাদক এইচ এম জহুরুল ইসলাম, দুই টাকায় হাসি পরিচালনা কমিটির সহ-সমন্বয়ক মো: মারুফ হোসেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত