জেলে পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ

প্রকাশ : ৩১ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বিধ্বস্ত পিরোজপুরের মঠবাড়িয়া বলেশ্বর নদের মাঝেরচর দুর্গম এলাকায় ক্ষতিগ্রস্ত ১০২ পরিবারের মাঝে খাদ্যসামগ্রীসহ নিত্য প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ শুরু করেছে জেলা প্রশাসক। গতকাল দুপুরে মাঝেরচর জেলে পল্লিতে ক্ষতিগ্রস্ত ১০২ পরিবারকে চাল, ডাল, তেলসহ প্রয়োজনীয় বিভিন্ন প্রকার ত্রাণসামগ্রী বিতরণ করেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মাদ জাহেদুর রহমান ও মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম। এসময় পিরোজপুর ৩ আসনের সংসদ সদস্য শামীম শাহনেওয়াজ ও জেলা পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম জানান, পর্যায়ক্রমে দ্রুত উপজেলা সকল বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ পৌঁছে দেওয়া হবে।