রিমালে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ নির্মাণে পাউবোর তৎপরতা
প্রকাশ : ০১ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কয়রা (খুলনা) প্রতিনিধি
সুন্দরবন উপকূলীয় জনপদ কয়রায় সামুদ্রিক ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পাউবোর ১৪/১ ও ১৪/২ পোল্ডারের বেড়িবাঁধ মেরামতে করতে পানি উন্নয়ন বোর্ড কাজ করছে। জলোচ্ছ্বাসে ভেঙে যাওয়া ১৪/২ পোল্ডারের দশালিয়া বেড়িবাঁধ মেরামতে গত ৪ দিন শ্রমিকরা বস্তাভর্তি মাটি ফেলানো অব্যাহত রেখেছে। স্থানীয় সংসদ সদস্যের নির্দেশনায় ও পাউবোর তত্ত্বাবধানে গত বুধবার দুপুরে ক্ষতিগ্রস্ত দশালিয়া বাঁধ মেরামত করা হলেও বিকেলে জোয়ারের পানির চাপে আবারো ভেঙে যায়। অপর ক্ষতিগ্রস্ত গাববুনি, মাটিয়াভাঙ্গা, শিকারীবাড়ি, রত্না, মঠবাড়ি বেড়িবাঁধে বস্তা ও মাটি দিয়ে মেরামত করা হয়েছে বলে জানান পাউবোর উপসহকারী প্রকৌশলী মো: মশিউল আবেদিন। ১৪/২ পোল্ডারের উপ-সহকারী প্রকৌশলী মো: সোলায়মান হোসেন বলেন, আগামী ২-১ দিনের মধ্যে দশালিয়ার বাঁধ মেরামত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।