বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষ্যে গতকাল দেশের বিভিন্ন স্থানে র্যালি, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
সাপাহার (নওগাঁ) : সকাল ১১টায় সাপাহার উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসের মুল প্রতিপাদ্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ব তামাকমুক্ত দিবসের মূল প্রতিপাদ্যের বিষয়ে বিস্তারিত বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদ হোসেন।
নাটোর : বেলা ১১টার দিকে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞার সভাপতিত্বে এ বিষয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তারা বলেন, আমাদের দেশের ৩৫ শতাংশ মানুষ তামাক ব্যবহার করেন এবং তামাকজনিত রোগে প্রতি বছর এক লাখ ৬১ হাজার মানুষ মারা যান। বিশ্বের ১.৩ শতাংশ তামাক বাংলাদেশে উৎপন্ন হয়। তামাক চাষাবাদের কারণে কৃষিজমি কমে যাচ্ছে। চিকিৎসা ব্যয় বাড়ছে।
তারা আরও বলেন, আমাদের দেশে ১৩ থেকে ১৫ বছর বয়সি ছাত্র-ছাত্রীদের মধ্যে তামাক ব্যবহারের হার ৯.২ শতাংশ। আবাদি জমি এবং তামাকজনিত মৃত্যু থেকে রক্ষা, সর্বোপরি শিশুদের সুরক্ষায় এখন সবাইকে সোচ্চার হতে হবে। এ সময় বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাছুদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. লুৎফর রহমান, শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র ও অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন প্রমুখ।
নীলফামারী : জেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম। পরে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক রশিদা আকতার, জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, বীর মুক্তিযোদ্ধা কান্তি ভুষন রায়, নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা আহবায়ক আহসান রহিম মঞ্জিল বক্তব্য দেন।
চুয়াডাঙ্গা : সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক কবীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. ফাতেহ আকরাম ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ।
বরগুনা : সকাল ১০টায় জেলা প্রশাসন কার্যালয় চত্বর বটতলায় সমাবেশ শেষে জেলা প্রশাসক মো: রফিকুল ইসলামের নেতৃত্বে তামাকবিরোধী র্যালি সড়ক প্রদক্ষিণ করে। সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের
সুবর্ণজয়ন্তী মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক শুভ্রা দাসের সভাপতিত্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: রফিকুল ইসলাম। আলোচনায় অংশ নেন সিভিল সার্জন ডাঃ প্রদীপ মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার আঃ হালিম, স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি মোঃ হাসানুর রহমান, প্রেসক্লাব সভাপতি মোস্তফা কাদের, সাংবাদিক জাকির হোসেন মিরাজ, চিত্তরঞ্জন শীল, মনির হোসেন কামাল, সিভিল সার্জন অফিসের ডিএসও মো: রুহুল আমিন। প্রবন্ধ উপস্থাপন করেন তামাকবিরোধী সংগঠক তাসনিয়া হাসন অর্পিতা।
শরীয়তপুর : সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এটি পুনরায় সেখানে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. তাছলিমা আকতারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফ হায়দার, জেলা তথ্য কর্মকর্তা শাহীন মিয়া, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান। এছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন।