ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব

কাউখালীতে বিশুদ্ধ পানির তীব্র সংকট

কাউখালীতে বিশুদ্ধ পানির তীব্র সংকট

কাউখালীতে নদীনালা খালবিল এখন শুধু বিষাক্ত পানিতে সয়লাব। নদীনালা খালবিল থেকে বিষাক্ত পানির দুর্গন্ধ চারদিকে ছড়িয়ে পরছে। এ এলাকার গ্রামগঞ্জের মানুষ গোসল রান্নাবান্নাসহ বিভিন্ন কাজে নদীনালা, খালবিল, পুকুরের পানি ব্যবহার করে। এলাকায় পর্যাপ্ত গভীর নলকূপ বা সাবলাই পানি না থাকায় খালবিল পুকুরের পানি ব্যবহার করতে হয়। ঘূর্ণিঝড় রিমালে তাণ্ডবে খালবিলে গাছপালা পড়ে থাকে ও জলোচ্ছ্বাসে কারণে দুর্গন্ধময় আর্বজনা ধুয়ে মুছে পানিতে মিশে নষ্ট হয়ে যায়। ফলে পানিতে থাকা মাছসহ জলজ প্রাণী ও গাছের পাতা ও গাছের বিষাক্ত কষ পানিতে মিশে বিষাক্ত কালো রঙের পরিণত হয়েছে পানি। এসব পানি ব্যবহার করলে মানুষের ডায়েরিয়া আমাশায় এলার্জিসহ লিভারে কিডনি ক্যান্সারের মতো জটিল ও কঠিন রোগের আক্রান্ত হতে পারে। ইতি মধ্যে ঘরেঘরে শিশু ও বৃদ্ধদের ভাইরাস জ্বরে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত