কাউখালীতে উপজেলার স্বাস্থ্য কর্মকর্তার সুজন সাহা বিরোদ্ধো নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে দেখা যায় স্বাস্থ্য কর্মকর্তা সুজন সাহা কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে মাসে সর্বোচ্চ পাঁচ থাকে ছয় দিনের বেশি অফিস করেন। প্রায়ই তিনি ঢাকায় প্রশিক্ষণের নামে অবস্থান করে বলে তার সহকর্মীরা জানায়। স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন দিবস ও কর্মসূচি পালন করার কথা থাকলেও মাঝেমধ্যে নামমাত্র লোক দেখানো পালন করেন।
গত শুক্রবার বিশ্ব তামাক দিবস উদযাপন করার জন্য প্রায় লক্ষ্যধিক টাকা বরাদ্দ থাকলেও স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে কোনো রকমের কোনো অনুষ্ঠান করা হয়নি। অথচ উপজেলা প্রসাশনের একই তামাক দিবস উদযাপন করা হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুজন সাহা জানান, তামাক দিবসের বিষয়টি উদযাপন করার কথা তার জানা নেই। গতকাল শনিবার ভিটামিন এ+ ক্যাপসুল ক্যাম্পেইন করার পূর্বে একটি অ্যাভোকেসি সভা ওরিয়েনটেশন সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এসব কিছু কাগজে কলমে দায়িত্ব পালন করেন ইপিআই কর্মকর্তা আনিচুর রহমান। ভিটামিন এ+ ক্যাপসুল ক্যাম্পইন এ ভিটামিন খাওয়ানোর জন্য ১২১টি কেন্দ্রে ২৪২ জন স্বেচ্ছাসেবক থাকার কথা থাকলেও মাত্র ১২১ জন স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়।