গতকাল শনিবার সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তর দিনাজপুরের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় এবারের প্রদিপাদ্য ‘বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য’- এই স্লোগান সামনে রেখে জেলা প্রশাসন চত্বর হতে বর্ণাঢ্য র্যালি, শেষে জেলা প্রাণিসম্পদ দপ্তর দিনাজপুরের জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আশিকা আকবর তৃষা’র সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ। তিনি বক্তব্য বলেন, স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে একমাত্র দুধ পানের মাধ্যমে স্বাস্থ্য-মেধা শক্তির বিকল্প নেই।