ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

টাঙ্গাইলে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

টাঙ্গাইলে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

টাঙ্গাইলে র‌্যালি, আলোচনা সভা ও মিল্ক ফিডিং অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল বিশ্ব দুগ্ধ দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষ্যে সদর উপজেলার ঘারিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. কায়ছারুল ইসলাম। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহবুবুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল সদর উপজেলা শিক্ষা অফিসার এসএম জাকারিয়া হায়দার, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হীরা মিয়া, নাগরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান, মধুপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার পাল প্রমুখ। এর আগে জেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভা ও মিল্ক ফিডিং অনুষ্ঠানে মিলিত হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত