দিনাজপুরে মাঠ দিবস অনুষ্ঠিত

প্রকাশ : ০৩ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

ফল বাগান কিংবা ছায়াযুক্ত স্থানে বস্তায় আদা চাষ ফসল উৎপাদন কলাকৌশলের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকালে দিনাজপুর সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়নের দরবারপুরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের সহযোগিতায় ও দিনাজপুর হটিকালচার সেন্টারের বাস্তবায়নে মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়।

দিনাজপুর হটিকালচার সেন্টারের উপ-পরিচালক ড. এজামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক হামিদুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের শিক্ষক প্রফেসর ড. শেখ মোবারক হোসেন, দিনাজপুর বীজ প্রক্রিয়াজাত কেন্দ্রের যুগ্মপরিচালক তপন কুমার সাহা, বিএডিসির যুগ্মপরিচালক (পাটবীজ) ড. সুলতানুল আলম, দিনাজপুর অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক আবু রেজা আসাদুজ্জামান, ২নং সুন্দরবন ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। মাঠ দিবসে অংশ নেওয়া বক্তারা বলেন, আম লিচুসহ বিভিন্ন ফলের বাগানগুলো ফল সংগ্রহের পর সাধারণত পড়ে থাকে। বছর ঘুরে আবার সেই বাগানগুলো থেকে ফল উৎপাদন করা হয়। মাঝে মাঝে এসব বাগানে ঠিকমতো ফল আসে না। এসব বাগানের ছায়াযুক্ত স্থানে বস্তায় আদা চাষ করে বাড়তি আয় করা সম্ভব। একদিকে যেমন আদার উৎপাদন বাড়বে তেমনি আমদানিনির্ভরতা কমবে।