ত্রাণ না পাওয়ায় মেম্বারের পরিবারের উপর হামলা

নিহত এক

প্রকাশ : ০৩ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

কাউখালীতে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে লন্ডভন্ড এলাকায় ত্রাণ না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে ইউপি মহিলা সদস্য পরিবারের উপর দফায় দফায় হামলা চালানো হয়। এই হামলায় ইউপি সদস্য খাদিজা বেগমের ভাশুর আব্দুল রব গুরুত্বর আহত হয়। তাকে প্রথমে কাউখালী হাসপাতালে নিয়ে এলে অবস্থা গুরুতর দেখে ডাক্তার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তিনি মারা যান। দুইপক্ষের সংঘর্ষে আহত আরো আটজন কাউখালী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরা হলেন উপজেলা নিলতী গ্রামের মো. মকবুল হাওলাদারের ছেলে মজিবর হাওলাদার, একই পরিবারের সেলিম হাওলাদার, আলম হাওলাদার, একই গ্রামের সেলিম হাওলাদারের ছেলে আসিক হাওলাদার, মজিবর হাওলাদারের ছেলে লিমন হাওলাদার। অপরপক্ষের নিলতী গ্রামের আব্দুল হাই সরদার সোলায়মান সরদার, সুভাষ ঘোষের ছেলে সঞ্জিব ঘোষ এবং সঞ্জয় ঘোষ আহত হন। অভিযোগ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যার পর নিলতী গ্রামের সঞ্জয় ঘোষ ও তার লোকজন নিয়ে একই গ্রামের সংরক্ষিত আসনের মাহিলা মেম্বার খাদিজা বেগমের বাড়িতে গিয়ে ত্রাণের কার্ড না পাওয়ার কারণ জানতে চায়। এ সময় মেম্বার খাদিজা বেগম জানায়, আমি ১০টি কার্ড পেয়েছি। যা অতি দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে। তিনি আরো বলেন, এ ঘটনার আগে প্রতিপক্ষ সোলায়মান বন্যায় মারা যাওয়া কয়েকশত মুরগি খালের পানিতে ফেলে পানি দূষিত করায় আমি প্রতিবাদ করেছিলাম। যে কারণে তিনি ক্ষিপ্ত হয়ে কার্ড না পাওয়ার অজুহাতে আমার পরিবারের উপর হামলা করেন। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন করিব বলেন, গত রাতে একটি ঘটনায় দুইপক্ষই অভিযোগ করেছে। এ ঘটনায় আব্দুল রব মারা যায়। তৎক্ষিণকভাবে সঞ্জিব ঘোষ, দিলিপ পাটিকরকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।