‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম জোরদারে পুলিশ

প্রকাশ : ০৩ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নওগাঁ প্রতিনিধি

নো হেলমেট নো ফুয়েল তদারকিতে নওগাঁয় জেলা পুলিশ মাঠে নেমেছে। গতকাল সকালে নওগাঁ শহরের মুক্তির মোড় সাকিব ফিলিং স্টেশনে কার্যক্রম পরিদর্শন করেন পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক। এ সময় পুলিশ সুপার নিজ হাতে ‘হেলমেট নেই, জ্বালানি নেই’ এমন সচেতনতামূলক ব্যানার পেট্রল পাম্পে লাগিয়ে দেন। এ সময় যেসব মোটরসাইকেল আরোহী হেলমেট নিয়ে পাম্পে তেল নিতে আসেন, পুলিশ সুপার তাদের রজনীগন্ধ্যা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তবে যারা হেলমেট ছাড়া তেল নিতে আসেন ভ্রাম্যমাণ হেলমেটের দোকান থেকে হেলমেট ক্রয় সাপেক্ষে তেল দেয়া হয়। এ সময় অতিরিক্ত পুলিশ জেলা গাজিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফৌজিয়া হাবিব খান, সদর থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক, ট্রাফিক ইন্সপেক্টর আফজাল হোসেনসহ পুলিশে অন্যান্য পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সরকারের নির্দেশনা বাস্তবায়ন করছে নওগাঁ জেলা পেট্রল পাম্প মালিক সমিতি। এ সময় পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক বলেন, যারা মোটরসাইকেল চালায়, হেলমেট তাদের জন্য খুব জরুরি। তাই পেট্রল পাম্পগুলোতে জনসচেতনতামূলক লিফলেট ও স্টিকার টাঙানো হয়েছে। পাশাপাশি পাম্প কর্তৃপক্ষকে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকদের জ্বালানি না দিতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আর জ্বালানি না পেলে কেউ মোটরসাইকেল চালাতে পারবে না। ফলে সরকারের উদ্দেশ্য বাস্তবায়নের পাশাপাশি দুর্ঘটনায় হতাহতের সংখ্যা অনেকটা কমে যাবে। পাশাপাশি আমাদের এ অভিযান চলমান থাকবে। এ জন্য সবার মাঝে জনসচেতনতা খুবই জরুরি। একটি জীবনের মূল্য আছে। তাই সবাইকে সচেতন থাকতে হবে।