ধোবাউড়ায় প্রকল্প অবহিতকরণ সভা

প্রকাশ : ০৪ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ধোবাউড়ায় উপজেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে স্বাবলম্বী উন্নয়ন সমিতির আয়োজনে স্ট্রমা ফাউন্ডেশনের সহযোগিতায় মর্যদাপূর্ণ ও স্থায়িত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সিডস) কর্মসূচির এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিনের সভাপতিত্বে বক্তব্য দেন প্রকল্প ব্যবস্থাপক কর্নেলিউস দালবৎ, প্রকল্পে বিভিন্ন কার্যক্রম তুরে ধরে বক্তব্য দেন প্রোগ্রাম অফিসার বিদ্যুৎ কুমার দে। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম সারোয়ার তুষার, ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, মেজবাহ উদ্দিন মামুন, সমাজসেবা অফিসার মিজানুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ওমর ফারুক, মনোয়ার হোসেন, স্বাবলম্বী উন্নয়ন সমিতির এরিয়া ম্যানেজার তানিয়া রংমা, প্রগ্রাম অফিসার ম্যাগডেলিন তজু। সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, ইউপি সচিব ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। ল্লেখ্য উপজেলার ৫টি ইউনিয়নের ৪১টি গ্রামে অতিদরিদ্র ও প্রান্তিক পরিবার নিয়ে মর্যদাপূর্ণ ও স্থায়িত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সিডস) প্রকল্প কাজ করছে।