ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

শ্রীনগরে অবৈধ ড্রেজারে বালু ভরাটের হিড়িক

শ্রীনগরে অবৈধ ড্রেজারে বালু ভরাটের হিড়িক

মুন্সীগঞ্জের শ্রীনগরে ভেক্যু দিয়ে ত্রি-ফসলি কৃষিজমির মাটি কেটে পকেট বানিয়ে পুনরায় কৃষিজমি থেকে বালু উত্তোলন করে জমি ভরাটের হিড়িক পড়েছে। জমির শ্রেণি পরিবর্তন আইন না মেনেই একটি চক্র দীর্ঘদিন ধরে দিন দুপুরে এ কাজ করছেন। উপজেলার আটপাড়া ইউনিয়নের বাড়ৈগাঁও গ্রামের কবরস্থান সংলগ্ন দক্ষিণ পাশে বাড়ৈগাঁও মৌজার এসব ফসলি জমির মাটি ভেকু দিয়ে কেটে পকেট বানিয়ে পাশের কৃষিজমিতে অবৈধ ড্রেজার স্থাপন করে পুনরায় কৃষিজমি বালু ভরাট করা হচ্ছে। প্রতিনিয়ত ভেকু দিয়ে ফসলি জমির মাটি কেটে এবং কৃষিজমিতে বালু ভরাটে চাষাবাদ ব্যাহত করলে মাটি খেকো সেন্ডিকেডের ভয়ে কোনো কৃষক মুখ খুলতে সাহস পাচ্ছেন না। গতকাল সরেজমিন বাড়ৈগাঁও এলাকায় গিয়ে দেখা যায়, ইরি ধান কাটার পর বাড়ৈগাঁও মৌজার প্রায় ২ একর তিন ফসলি জমি মাটিখেকো বাড়ৈগাঁও বাজারের ব্যবসায়ী পশ্চিম নওপাড়া এলাকার আলমগীর নামে এক ব্যাক্তি ভেকু দিয়ে পকেট করে বালু ভরাটের জন্য পকেট তৈরি করছে এবং পাশেই কৃষি জমিতে অবৈধ ড্রেজার স্থাপন করে কৃষিজমিতে বালু ভরাট করছেন। অবৈধ ড্রেজার দিয়ে কৃষিজমি থেকে গভীর করে বালু উত্তোলন করায় হুমকির মুখে পড়েছে অন্যান্য ফসলি জমি। নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক জানান, প্রথমে একটি জমি থেকে ৪০ থেকে ৫০ ফুট গভীর করে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হয়। এতে পাশের জমিতেও চাষ করা সম্ভব হয় না। এ রকম চলতে থাকলে এক সময় কৃষিজমি আর থাকবে না। অবৈধ ড্রেজার ব্যবসায়ী আলমগীর-এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি কোনো অনুমতি নেইনি। পাঁচজনে যেভাবে ভরাট করছে, আমিও সেভাবে করছি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোশারেফ হোসাইন বলেন, আপনার মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। এই বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত