ঢাকা ১২ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

মাদক মামলায় নারীসহ তিন ব্যক্তির যাবজ্জীবন

মাদক মামলায় নারীসহ তিন ব্যক্তির যাবজ্জীবন

ফরিদপুরে ফেনসিডিলসহ গ্রেপ্তার হওয়া এক নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসাথে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গত রোববার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামিরা কাঠগড়ায় হাজির ছিলেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, সাতক্ষীরার পাথরঘাটার মৃত ওহিদুর রহমানের ছেলে মোশারফ হোসেন, যশোরের রবীন্দ্রনাথ সড়কের মো. সাঈদ হোসেন কালুর পুত্র জাহিদ হোসেন সুমন ও ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুরের সেলিম শেখের স্ত্রী রিংকি বেগম। মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১ আগস্ট রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি পিকআপ থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের নিকট থেকে ১ হাজার ১২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাবের ফরিদপুর ক্যাম্পের ডিএডি মোসলেমউদ্দিন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেন।

রায়ের সত্যতা নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট নবাব আলী মৃধা বলেন, আসামিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারনির ১৪ (গ) ধারায় প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত