ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বারহাট্টায় বিনামূল্যে গবাদিপশুর টিকাদান

বারহাট্টায় বিনামূল্যে গবাদিপশুর টিকাদান

নেত্রকোনার বারহাট্টায় ‘নিয়মিত ভ্যাকসিন দিন, প্রাণিস্বাস্থ্যের সুরক্ষা নিন’ এই স্লোগানে বিনামূল্যে গবাদিপশুর টিকাদান কর্মসূচি শুরু করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সহযোগিতা ও বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর সোসাল প্রগ্রেসের (এএসপি) আয়োজনে গত বুধবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার ববি স্থানীয় কৈলাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় বক্তারা বলেন, বর্তমান যান্ত্রিক যুগেও গবাদিপশুর প্রয়োজনীয়তা হ্রাস পায়নি। গবাদিপশু পরিবেশ রক্ষায় ভূমিকা রাখার পাশাপাশি নানাভাবে মানুষের উপকার করে থাকে। অনেকেই গরু ও ছাগলের খামার প্রতিষ্ঠা করে লাভবান হচ্ছেন। অসুখ-বিসুখ হলে পরে এদের চিকিৎসা দেওয়া হয়। কিন্তু অসুখ হওয়ার আগে প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করা হলে এদের স্বাস্থ্য অনেক ভালো থাকে। টিকাদান কর্মসূচি এমনি এক ব্যবস্থা। এএসপি’র চেয়ারম্যান আরিফুর রহমান সুমন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন ইউএনও ফারজানা আক্তার ববি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মুহাম্মদ শিহাব উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা এএসএম গোলাম হোসাইন, আসমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম খান ছন্দু, এএসপির পরিচালক ও পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি শামিম আহমেদ, সাংবাদিক নাজমুল হক প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত