‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা; অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’, এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল দেশের বিভিন্ন স্থানে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। পরিবেশ দূষণের কারণ, দূষণরোধের উপায় খুঁজে বের করাসহ মানুষকে পরিবেশ সম্পর্কে সচেতন করা এ দিবসের মূল লক্ষ্য। দিবসটি উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
শরীয়তপুর : সকাল ১০টায় জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আব্দুল্লাহ আল মামুন, জেলা তথ্য কর্মকর্তা শাহীন মিয়া, পরিবেশ অধিদপ্তর শরীয়তপুরের সহকারী পরিচালক মো: রাসেল নোমান প্রমুখ। এছাড়া বীরমুক্তিযোদ্ধারা, শিক্ষার্থী ও প্রতিষ্ঠান প্রধানগণসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বীরগঞ্জ (দিনাজপুর) : সকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর দিনাজপুরের আয়োজনে এবং পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র্যালি উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথি জেলা প্রশাসক শাকিল আহমেদ বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্যের সুরক্ষায় বিশ্বব্যাপী জনসচেতনতা সৃষ্টি করাই এখন একমাত্র পথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদসহ পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ। র্যালি শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর-এ-আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য ও পুরস্কার বিতরণ করেন ডিডিএলজি’র উপ-পরিচালক (যুগ্ম সচিব) সালাউদ্দিন আহম্মেদ।
গোপালগঞ্জ : জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করা হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ নাজমুন নাহার।
কয়রা (খুলনা) : সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার বিএম তারিক উজ-জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো: আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী মো: দারুল হুদা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মামুনার রশিদ, শিক্ষা অফিসার মো: আবুল কালাম আজাদ, যুব উন্নয়ন কর্মকর্তা মো: রেজাউল করিম, ওয়ার্ল্ড ভিশন এসডিআরআর প্রকল্প কর্মকর্তা মো: নিজাম উদ্দিন প্রমুখ। আলোচনা শেষে ৫৫০টি বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়। এ সময় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের লোকজনরা উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া প্রতিনিধি : বেলা ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সভা কক্ষে অনুষ্ঠিত ওই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক এহেতেশাম রেজা। এ সময় জেলা প্রশাসক পরিবেশ রক্ষায় জেলার সকল শ্রেণি পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়ার আয়োজনে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক হাবিবুল বাশার, সচেতন নাগরিক সমাজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম টুকু, বিএমএর সাধারণ সম্পাদক বিশিষ্ট চিকিৎসক আমিনুল হক রতনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বক্তব্য রাখেন।
নেত্রকোনা : সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দিবসটি উপলক্ষে র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়, সামাজিক সংগঠন নিজ নিজ ব্যানারে পরিবেশ রক্ষায় নানা সচেতনতামূলক স্লোগান নিয়ে সম্মিলিত কর্মসূচিতে অংশ নেয়। জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রধান সড়কে র্যালিতে নেতৃত্ব দেন এডিসি মো. রাফিকুজ্জামান, এএসপি মো. লুৎফর রহমান, প্যানেল মেয়র এসএম মহসীন আলম ও পরিবেশ অধিদপ্তর নেত্রকোনা কার্যালয়ের সহকারী পরিচালক আবু সাইদসহ পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ।
নীলফামারী : জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারুক আল মাসুদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) সাইফুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মন।
রাঙামাটি : সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। সভার শুরুতে পরিবেশ নিয়ে জনসচেতনতামূলক প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার এস এম মান্না। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: জাহিদুল ইসলাম, সাংবাদিক সুনীল কান্তি দে, নন্দন দেবনাথ, জেলা পরিষদের সাবেক সদস্য মনিরুজ্জামান মহসিন রানা প্রমুখ।
মানিকগঞ্জ : সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আকতার। মানিকগঞ্জ জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট এ কে এম. ছামিউল আলম কুরসির সঞ্চালনায় সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: তরিকুল ইসলাম, এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো: ইউসুফ আলী।
হালুয়াঘাট (ময়মনসিংহ) : সকালে কৈচাপুর ইউনিয়নে স্বাবলম্বী উন্নয়ন সমিতির সীডস প্রকল্পের আওতায় নির্বাচিত পরিবার ও গোলাপ সংলাপ কেন্দ্রের যৌথ আয়োজনে বিশ্ব পরিবেশ দিবসে র্যালি, বৃক্ষরোপণ, বৃক্ষ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সীডস প্রকল্পের প্রোগ্রাম অফিসার (জীবিকায়ন) বিদ্যুৎ কুমার দে, প্রোগ্রাম অফিসার (শিক্ষা) হাজং সুমন রায় ও উপজেলা সমন্বয়কারী মো: মাহাবুবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।