১০ লাখ টাকা জরিমানা

আদালতের আদেশ অমান্য করে বালু উত্তোলন

প্রকাশ : ০৬ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের মেঘনায় অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে গত সোমবার মোবাইল কোর্ট পরিচালনা করেন চাঁদপুরের জেলা প্রশাসন। এ সময় আদালতের আদেশ অমান্য করে মেঘনা নদী থেকে বালু তোলায় মেসার্স নিপা এন্টারপ্রাইজকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এই অভিযান পরিচালনা করেন রেভিনিউ ডেপুটি কালেক্টর ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্লাহ্ ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার। অভিযানে সার্বিক সহযোগিতা করেন কোস্ট গার্ডের কমান্ডারসহ অন্য সদস্যরা। গতকাল জরিমানার তথ্য নিশ্চিত করেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান। জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, সেলিম খানের মেয়ে সেলিনা বেগমের মেসার্স নিপা এন্টারপ্রাইজের লোকজন চাঁদপুর সদর উপজেলার চরজগন্নাথপুর, লগ্মীমারা ও থাকচর লগীমারা মৌজায় বালু তুলছিলেন। এ সময় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্লাহর নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে বালু তোলার সঙ্গে জড়িত ৫ জনকে আটক করে ১০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ১১ লাখ ৭৮ হাজার টাকা ও একটি স্পিডবোট জব্দ করা হয়। পরে জব্দকৃত এবং জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়। জেলা প্রশাসক আরো বলেন, এ অভিযানের সময় সেলিম খান বা তার মেয়ে সেলিনা বেগমকে পাওয়া যায়নি। অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট কার্যক্রম চলমান থাকবে।