দেবহাটায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও বিক্রি করার অপরাধে এক ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান।
গত সোমবার রাতে তিনি এই অভিযান পরিচালনা করেন। উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান, উপজেলা সদরের শহিদুল্লাহ গাজীর ছেলে আল মামুন তার অনিক ফার্মেসি নামক প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ ঔষধ মজুদ ও বিক্রি করে আসছেন। এমনকি তার দোকানে ফিজিশিয়ান স্যাম্পল ওষুধও বিক্রি করা হয়। সম্প্রতি এক ভুক্তভোগী অনিক ফার্মেসি থেকে ওষুধ কিনে খেয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে দেখা যায় সেগুলো মেয়াদোত্তীর্ণ ওষুধ। ভুক্তভোগীর নিকট থেকে অভিযোগ পেয়ে তাৎক্ষণিক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে ২ হাজার পিস মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয় এবং প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় বলে ইউএনও জানান। ইউএনও আরো জানান, অসুস্থ ওই ব্যক্তি সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। জীবন রক্ষাকারী ওষুধ নিয়ে এ ধরনের ব্যবসা খুবই দুঃখজনক বলে ইউএনও মো. আসাদুজ্জামান জানান।