ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সাদুল্লাপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে গাছকাটার অভিযোগ

সাদুল্লাপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে গাছকাটার অভিযোগ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সাদুল্লাপুর সরকারি কলেজের লক্ষাধিক টাকা মূল্যের একটি মেহগনি গাছ কাটার অভিযোগ উঠেছে। এ নিয়ে গতকাল সাদুল্লাপুর সরকারি কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদীন প্রধান শিক্ষক মোজাম্মেল হক ও তার স্ত্রী রুবিনা হকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কৃষ্ণপুর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক। সাদুল্লাপুর সরকারি কলেজের দক্ষিণ-পশ্চিম পাশে সীমানা প্রাচীরের পাশে তার রয়েছে ৫ শতক জমি। সম্প্রতি ওই জায়গায় তিনি কলেজ প্রাচীর ঘেঁষে বহুতল ভবনের নির্মাণকাজ শুরু করছেন। কিন্তু কলেজের একটি মেহগনি গাছ তার ভবন নির্মাণ কাজে বাঁধা হয়ে দাঁড়ায়। এ কারণে ওই গাছটি কাটার জন্য কলেজের অধ্যক্ষকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করতে থাকে। অধ্যক্ষ এতে রাজি না হওয়ায় গত সোমবার গভীর রাতে মোজাম্মেল হক ও তার লোকজন ওই গাছটি কেটে ফেলেন।

সাদুল্লাপুর সরকারি কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদীন জানান, প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক বিল্ডিং কোড না মেনে কলেজের সীমানা ঘেঁষে এই বহুতল ভবন নির্মাণ শুরু করছেন। এ কারণে গাছটি কাটার জন্য তিনি বিভিন্নভাবে চাপ প্রয়োগ করতে থাকেন। এতে তিনি অপারগতা প্রকাশ করেন।

এরপর গত মঙ্গলবার সকালে কলেজে এসে দেখেন এই গাছটি সোমবার দিবাগত রাতে মোজাম্মেল হক ও তার লোকজন কর্তন করেছেন। প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক গাছ কাটার কথা অস্বীকার করে জানান, ঝড়ে এই গাছটি ভেঙে পড়েছে। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জানান, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত