ঠাকুরগাঁওয়ে ৭ প্রজাতির বিদেশি ফল চাষ

প্রকাশ : ০৭ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

দেশের সর্ব উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে দেশীয় ফলের পাশাপাশি বিদেশি ফলও চাষ হচ্ছে। উৎপাদিত ফল স্থানীয়ভাবে চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে জেলার বাইরে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, পাঁচটি উপজেলায় আম, জাম, কাঁঠাল, লিচুসহ দেশীয় ফলের পাশাপাশি প্রায় ৮২ বিঘা জমিতে ৭ প্রজাতির বিদেশি ফল চাষ হচ্ছে এ জেলায়। এসব ভিনদেশি ফলের মধ্যে রয়েছে- ড্রাগন, চায়না কমলা, ত্বিন ফল, রক মেলন, স্ট্রবেরি, সৌদি খেজুর ও চিয়াসিড। বিক্রেতারা বলছেন, দেশের মাটিতে ড্রাগন, স্ট্রবেরিসহ অনেক বিদেশি ফল চাষ হওয়ায় দাম মধ্যবিত্তের নাগালের মধ্যে রয়েছে। ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সিরাজুল ইসলাম বলেন, ৫-৬ বছর ধরে এ জেলায় বিভিন্ন প্রজাতির বিদেশি ফলের আবাদ হচ্ছে। স্থানীয় একটি এনজিও ত্বিন ফলের চাষ প্রথম শুরু করে। দেশি ফল চাষের পাশাপাশি বিদেশি ফলের চাষ বিষয়ে চাষিদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।