নওগাঁয় সাড়ে ৪৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার তিন
প্রকাশ : ০৮ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
নওগাঁর পত্নীতলা থেকে সাড়ে ৪৭ কেজি গাঁজাসহ সংঘবদ্ধ মাদক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৫ রাজশাহী ক্যাম্পের সদস্যরা। গতকাল দুপুরে র্যাব-৫ রাজশাহী ক্যাম্প থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ঘোষনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- পত্নীতলা উপজেলার ঘোষনগর এলাকার নবীর উদ্দিনের ছেলে নুর নবী, চাঁপড়া এলাকার রামপদের ছেলে রজনী কান্ত এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার দেউপাড়া এলাকার ইসাহাকের ছেলে মো. নবী।
বিজ্ঞপ্তিতে জানানো হয়- গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল জানতে পারে, মাদক চক্রের সদস্যরা পত্নীতলা ঘোনগর নামক এলাকায় গাঁজার একটি বড় চালানসহ অবস্থান করছে। এমন সংবাদে ঘোষনগর গ্রামের মোসলেমের মোড়ে আগেই অবস্থানরত ৩ জনের গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকে র্যাব সদস্যরা। পরবর্তীতে তাদের গতিবিধি সন্দেহজনক হলে ওই তিনজনকে ২টি বস্তাসহ আটক করা হয়। এরপর তাদের বস্তা তল্লাশি করে সাড়ে ৪৭ কেজি গাঁজা পাওয়া যায়। এ সময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল ও ৩টি সিম কার্ড উদ্ধার করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়- গ্রেপ্তার ব্যক্তিরা সঙ্ঘবদ্ধ মাদক চক্রের সদস্য। তারা নিজ পেশার আড়ালে দীর্ঘদিন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সুকৌশলে অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদক কৌশলে কুমিল্লা জেলার ভারতীয় সীমান্ত এলাকা হতে সংগ্রহ করে নওগাঁসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মামলার প্রক্রিয়া চলছে।