ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ স্লোগানকে সামনে রেখে মাদক নির্মূলে র‌্যাব মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছে র‌্যাব। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের কোতয়ালী থানার হেলিপোর্ট মার্কেট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা কওে আনুমানিক ৪ লাখ ২৯ হাজার টাকা মূল্যেও ১৪৩ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আেটক করে। আটককৃতরা হলো কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মহেশকুন্ডী গ্রামের মৃত বাবুল হোসেনের ছেলে মো: সুমন হোসেন ও প্রাগপুর গ্রামের মো: মোক্তার হোসেনের ছেলে আল্লাকুল আশিক হৃদয়। এ সময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক মামলা করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত