ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সারা দেশে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন

সারা দেশে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন

স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ স্লোগান সামনে রেখে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন হয়। আলোকিত বাংলাদেশের প্রতিনিধিদের পাঠানো খবর থেকে-

সাঁথিয়া : গতকাল শনিবার পাবনার সাঁথিয়ায় ভূমিসেবা সপ্তাহের-২০২৪ উদ্বোধন করা হয়েছে। সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাঁথিয়া উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) রিফাতুল হকের সঞ্চালনায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উদ্বোধনী উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাঁথিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সোহেল রানা খোকন। আরো বক্তব্য দেন সাঁথিয়া পৌর মেয়র মাহবুুবুল আলম বাচ্চু, ভাইস চেয়ারম্যান শামসুল হক স্বপন, সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক টুকু কলেজের অধ্যক্ষ আব্দুদ দাইন সরকার, সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি মানিক মিয়া রানা, সহ-সভাপতি প্রভাষক জালাল উদ্দিন, কার্যকরী সদস্য খালেকুজ্জামান পান্নু, সাংবাদিক আবুল কাশেম প্রমুখ।

উখিয়া (কক্সবাজার) : জাতীয় ভূমিসেবা সপ্তাহ উপলক্ষ্যে উখিয়া ভূমি অফিসের বর্ণাঢ্য আয়োজনে গতকাল শনিবার বেলা ১১টায় ভূমি অফিস প্রাঙ্গণে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) উখিয়া সালেহ আহমদ। তিনি তার বক্তব্যে উখিয়াবাসীর উদ্দেশে বলেন, ভূমি-সংক্রান্ত যেকোনো বিষয় নিয়ে কোনো তৃতীয় পক্ষ দালাল বা মধ্যস্বত্ব ভোগীদের ফাঁদে না পড়ে সরাসরি আমার অফিসে চলে আসবেন।

আমি এবং আমার অফিস আপনাদের সেবা দেওয়ার জন্য সর্বদাই প্রস্তুত। নির্দিষ্ট সময়ে ভূমি উন্নয়ন কর পরিশোধ করুন দেশের উন্নয়নে অবদান রাখুন।অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা নিজাম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ছৈয়দ হোসেন উখিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রতন কান্তি দে, রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম। ভূমির সেবা-সংক্রান্ত বিভিন্ন দিক তুলে ধরে সূচনা বক্তব্য দেন তহশিলদার আব্দুল করিম। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উখিয়া ভূমি অফিসের স্টাফ ইয়াছির আরাফাত সিফাত ও সানজিদা আফরিন। পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উখিয়া স্টেশন প্রদক্ষিণ শেষে ফিতা কেটে ভূমি সেবা কর্নার উদ্বোধন করা হয়।

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে গতকাল শনিবার দুপুরে ভূমিসেবা সপ্তাহ-২০২৪ পালিত হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের পক্ষে উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা ভূমি অফিসের চত্বরে এ অনুষ্ঠান করা হয়। এ উপলক্ষ্যে উপজেলা ভূমি অফিসের চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়েছে। র‌্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, কানুনগো আব্দুল আলীম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাজেদুল ইসলাম, ফতেপুর ভূমি উন্নয়ন কর্মকর্তা তাহমিনা আক্তার, কালিয়াকৈর মডেল প্রেসক্লাবের সভাপতি ইমারত হোসেন, অবসরপ্রাপ্ত ভূমি কর্মচারী মির্জা শাহিনুর রহমান, সাধারণ নাগরিক মিজানুর রহমানসহ আরো অনেকে। এ সময় বক্তারা ভূমি সংক্রান্ত নানা সমস্যা ও সমাধানের বিষয় তুলে ধরে নানা আলোচনা করেন।

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার তিতাসে গতকাল শনিবার ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন উপলক্ষ্যে উপজেলা ভূমি অফিস সংলগ্ন মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক-উর-রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সাইফ আবদুল্লাহ মোস্তাফিজ, কড়িকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ ও সাতানী ইউপি চেয়ারম্যান সামছুল হক সরকার প্রমুখ।

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি : গতকাল শনিবার সকালে সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় প্রাঙ্গণে সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিন। এ উপলক্ষ্যে ভূমি মেলার আয়োজন করা হয়। ভূমিসেবা বিষয়ে বিস্তারিত বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) শাহ মোঃ জুবায়ের। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তারা।

ডিমলা (নীলফামারী) : গতকাল সকালে ভূমি সেবা উদ্বোধন শেষে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও উম্মে সালমার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আখতার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, ডিমলা সরকারি মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোখলেছুর রহমান, জনস্বস্থ্য দপ্তরের উপসহকারী প্রকৌশলী তহিন হাসান বিশ্বাস, ভূমি অফিসের সার্ভেয়ার রাব্বিল আল আমীন তারেক, ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটনসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, গণমাধ্যমকর্মী, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সেবা গ্রহীতা এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : কালীগঞ্জে ভূমিসেবা সপ্তাহ-২৪ এর শুভ উদ্বোধন হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপজেলা ভূমি অফিসের আয়োজনে গতকাল ৮ জুন শনিবার সকাল সাড়ে ১০টায় এ উপলক্ষ্যে আয়োজিত এক র‌্যালি শেষে উপজেলা ভূমি অফিস চত্বরে উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন অ্যাডভোকেট জাফরুল্লাহ, অধ্যাপক গাজী আজিজুর রহমান, সাংবাদিক শেখ সাইফুল বারী, নিয়াজ কওসার তুহিন, শেখ আনোয়ার হোসেন, আশেক মেহেদী প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় নির্বাহী অফিসার ৮ থেকে ১৪ জুন সপ্তাহব্যাপী ভূমিসেবা সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

শরীয়তপুর : গতকাল শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়-সংলগ্ন আম্রকাননে জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সাইফুদ্দিন গিয়াস, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইনউদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) সদর নাফিজ এলাহী ছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন ভূমি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। ভূমি সপ্তাহের এ সেবা জেলার ছয় উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসেও চলমান থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

বীরগঞ্জ (দিনাজপুর) : ভূমি সেবা সপ্তাহে একটি বর্ণাঢ্য র‌্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জনসচেতনতামূলক সভায় বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন নবনির্বাচিত বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আবু হুসাইন বিপু।

মাইজভান্ডারী (মুন্সীগঞ্জ) শ্রীনগর : মুন্সীগঞ্জের শ্রীনগরে ভূমিসেবা সপ্তাহ-২০২৪ জনসচেতনামুলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় শ্রীনগর সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনে থেকে এ উপলক্ষ্যে জনসচেতনামূলক একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ভূমি অফিসের সামনে এসে শেষ হয়। র‌্যালিতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোশারেফ হোসাইন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত